দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
The Code of Civil Procedure, 1908
- একনজরে দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
- Act No: 5
- Bill Pass: ২১ শে মার্চ ১৯০৮
- Effective: ১লা জানু: ১৯০৯
- সর্বপ্রথম দেওয়ানী কার্য্বিধি আইনে পরিনত হয় 1859 সালে
- দেওয়ানী কার্যবিধি একটি পদ্ধতিগত আইন।(Procedural /Adjective Law)
- দেওয়ানী কার্যবিধিকে দুটি ভাগে ভাগ করা যায় – ধারা এবং তফসীল
- মোট ধারা: ১৫৮টি
- মোট তফসীল আছে পাঁচটি
- ১ম তফসীলে ৫১ টি অর্ডার আছে। অর্ডার গুলোতে একাধিক বিধি রয়েছে
- ধারা এবং বিধির মধ্যে কোন পার্থক্য দেখা দিলে ধারা প্রাধান্য পাবে
- ধারাগুলো সংশোধন করতে পারে জাতীয় সংসদ
- সুপ্রীমকোর্টের বিধি প্রনয়ন, সংশোধন এবং সংযোজনের ক্ষমতা রয়েছে
- দেওয়ানী কার্য্বিধিকে এক্ট অব পার্লামেন্ট বলা হয় কিনা?– হ্যা, এটা এক্ট অব পার্লামেন্ট। কারন এটা parliament এর ৫ নং আইন
- কোড এর বাংলা হল সংহিতা (Collection of Rules)