আদেশ

১৪) আদেশ: আদেশ বলতে দেওয়ানী আদালতের এমন এক আনুষ্ঠানিক সিদ্ধান্তকে বুঝায় যা ডিক্রি নয়।অর্থাৎ একটি মামলার বিচারকালে আদালত সময়ে সময়ে যে সকল সিদ্ধান্ত দেন তার সবগুলোই এক একটি আদেশ। সহজে বলা যায়, আদালতের সকল ডিক্রিই আদেশ কিন্তু সকল আদেশ ডিক্রি নয়।

আদেশকে দুইভাবে ভাগ করা যায়, যথা
(ক) আপীলযোগ্য আদেশ
(খ) আপীল অযোগ্য আদেশ।

নোটঃ ৪৩ নং আদেশে ২৫ টি আপীলযোগ্য আদেশের তালিকা দেয়া আছে।