২২ ধারায় শুধু বিবাদী মামলা স্থানান্তরের আবেদন করতে পারে যদি মামলা একাধিক আদালতে দায়ের যোগ্য হয় এবং মামলাটি দায়ের করা হয়।
- ২২ ধারায় মামলা স্থানান্তরের পূর্বে অপর পক্ষকে অবশ্যই নোটিশ দিতে হবে। প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য্ বিষয় নির্ধারনের সময় বা পূর্বে নোটিশ দিতে হবে।
২৩ ধারায় বলা হয়েছে ক্ষেত্র বিশেষে জেলাজজ এবং হাইকোর্টে মামলা স্থানান্তরের আবেদন করতে হবে।
২৪ ধারায় মামলা, স্থানান্তরের আবেদন করতে পারে বাদী, বিবাদী উভয়ই বা আদালত স্ব-প্রনোদিত হয়ে স্থানান্তরের বা প্রত্যহারের আদেশ দিতে পারে।
- ২৪ ধারায় মামলা, আপীল বা অন্যকোনো কার্য্ক্রম স্থানান্তর বা প্রত্যহারের আদশে দেওয়া যায়।
- ২৪ ধারায় অপর পক্ষকে নোটিশ দেওয়া আদেশ সূচক।
- ২৪ ধারা অনুসারে জেলাজজ এবং হাইকোর্ট বিভাগ কোনো মামলা, আপীল বা অন্য কোনো কার্য্ক্রম স্থানান্তর বা প্রত্যহার করতে পারে।
- ২৪ ধারায় আবেদন করা যায় মামলার যেকোনো পর্যায়ে।
- ২৪ক এর ধারায় বলা হয়েছে, ২২ ধারায় মামলা স্থানান্তর বা ২৪(১) এর অধীন মামলা, আপীল বা অন্যকোনো কার্য্ক্রম স্থানান্তর হইলে পক্ষগনকে স্থানান্তরিত আদালতে হাজির হতে হবে।