বিচারাধীন মোকদ্দমা এবং বিচারিত বিষয়ে দেওয়ানী আদালত কোনো বিচার করবেনা
- ১০ ধারায় পরবর্তী মোকদ্দমাটি খারিজের আদেশ দেয়া যায়না।স্থগিতের আদেশ দেয়া যায়
- ১০ ধারার নীতি মান্য করা আদালতের জন্য বাধ্যতামুলক
- দোবারা দোষে দুষ্ট হলে আদালত কোনো মামলা খারিজ করতে পারে (বাধ্যতামুলক)
- ১১ ধারায় বিবেচ্য বিষয় হলো মামলা পুর্বে নিষ্পত্তি হওয়া, পূর্বে দায়ের হওয়া নয়
নোটঃ ১১ ধারায় রেস জুডিকাটা এবং ১০ ধারায় রেস সাবজুডিস নিয়ে আলোচনা করা হয়েছে