ধারা 13: কখন বিদেশী রায় চূড়ান্ত নয়
নিম্নলিখিত ক্ষেত্রে বিদেশী রায় চূড়ান্ত নয়:
- উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক রায় ঘোষিত না হলে।
- মামলার গুনাগুনের উপর ভিত্তি করে রায় ঘোষিত না হলে।
- আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যায় অথবা বাংলাদেশের আইন অস্বীকার করে রায় ঘোষিত হলে।
- ন্যায়বিচারের পরিপন্থী হলে।
- প্রতারনা থাকলে
- বাংলাদেশের আইনের বিরুদ্ধে কোনো বিধান থাকলে।